পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেতুলিয়া এলাকা থেকে
ইয়াবাসহ বাপ্পী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আইজাল ইসলামের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হরিণাকুন্ডু পৌরসভা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পীকে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে।
পিবিএ/আরিফ মোল্ল্যা/এসডি