হরিপুরে ভূমিতে দ্বন্দ্ব ও দ্বন্দ্বের রূপান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ সবুজ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ– ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমিতে দ্বন্দ্ব,দ্বন্দ্বের রূপান্তর ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক উপজেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জননারী ঐক্য পরিষদের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

নিওয়ানো পিস ফাউন্ডেশন জাপান এর সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( সিডিএ) এর বাস্তবায়নে ভূমিতে দ্বন্দ্ব
ও দ্বন্দ্বের রূপান্তর বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, সমাজসেবা কর্মকর্তা রাফিউল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুনির্মল দাস, সিডিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান,ভূমিহীন সমন্বয় পরিষদের মোবারক হোসেন,জননারী ঐক্য পরিষদের মেরিনা আক্তার প্রমুখ।

দ্বন্দ্ব ও দ্বন্দ্বের রূপান্তর বিষয়ক সেমিনারের আলোচনা সভায় ভূমিতে বিদ্যমান বিভিন্ন সমস্যা,ভূমিতে ভূমিহীনদের অধিকার এবং জেন্ডার বৈষম্য এর বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

সেমিনারে ‘সিডিএ’ এবং জননারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ নারী -পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন...