হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে উত্তরা জোনাল অফিস স্থানান্তর

হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর উত্তরা জোনাল অফিসের সকল ফাইল এবং নথিপত্র মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে নেওয়ার জন্য গাড়ীতে তোলা হচ্ছে।

উপপরিচালক, এস্টেট ও ভূমি ২ কাযালয় উত্তরা থেকে মতিঝিলে স্থানান্তরের হটকারী সিদ্ধান্তের আদেশ চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারী হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। মামলা নং ১৫১৮/২০২৫।

হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ৩ ফেব্রুয়ারী থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত উত্তরা অফিস থেকে ফাইল এবং নথিপত্র মতিঝিলে স্থানান্তরের কাজ করছে রাজউক কর্মকর্তা কর্মচারীরা।

উত্তরা রাজউক জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তরা, তুরাগ, টঙ্গী এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে মো: মনির হোসেন। রাজউক উত্তরা জোনাল অফিস মতিঝিলে একীভূত করা হলে উত্তরা তুরাগ টঙ্গী ও নিকুঞ্জ এলাকার প্রায় লক্ষাধিক প্লট ফ্ল্যাট মালিক হয়রানি এবং চরম ভোগান্তির শিকার হবেন।

উত্তরার বাসিন্দা মঞ্জরুল করিম বলেন, রাজউক উচ্চ আদালতের নির্দেশ মানতেছে না। অত্র এলাকার লক্ষাধিক প্লট ও ফ্ল্যাট মালিক উত্তরা থেকে ২০ কি,মি যানজট ভোগান্তির শিকার হয়ে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে সেবা পেতে যেতে হবে। ইহা কোনভাবে কাম্য নয়। তিন দফায় উত্তরার হাজার হাজার মানুষ মানববন্ধন ও কর্মসূচি পালন করলেও রাজউক কর্ণপাত করেনি।

আরও পড়ুন...