হাইকোর্টে জেলার সোহেল রানার জামিন মেলেনি

চট্টগ্রাম কারাগারের বরখাস্ত তত্ত্বাবধায়ক সোহেল রানা বিশ্বাসের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
জেলার সোহেল রানার জামিন মেলেনি

পিবিএ,ডেস্ক: চট্টগ্রাম কারাগারের বরখাস্তকৃত তত্ত্বাবধায়ক সোহেল রানা বিশ্বাসের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আদনান রফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক। আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, গত ৯ জানুয়ারি আদালত সোহেল রানার জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেছিলেন।

গত বছরের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেল পুলিশ। পরে ওই ব্যাগে তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে বলেছিলেন, ওই টাকার মধ্যে পাঁচ লাখ তার নিজের, বাকি টাকা অন্যদের।পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেল পুলিশের উপপরিদর্শক মো: আশরাফ।

কারা কর্তৃপক্ষ ওই জেলারকে সাময়িক বরখাস্ত করে। এর মধ্যে অর্থপাচার আইনের মামলায় গত ৫ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন সোহেল রানা।

আদালত সেদিন তাকে জামিন না দিয়ে জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেন। সোমবার তা খারিজ হয়ে গেল।

পিবিএ/হাতা

আরও পড়ুন...