হাইমচরে করোনায় মা ও ছেলের মৃত্যু

পিবিএ,চাঁদপুর: করোনাভাইরাস (কোভিডি-১৯) আক্রান্ত হয়ে এই প্রথম চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের ব্যবসায়ী ও বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাসের পরিবেশক মো. মফিজুর রহমান মিজি (৪৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সাড়ে ১০ঘন্টা পরে বার্ধক্য জনিত রোগে মৃত্যু বরণ করেন মা সুফিয়া বেগম (৭০)।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে মফিজুর বেশী অসুস্থ্য হয়ে পড়লে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত্যুবরণ করেন সুফিয়া বেগম।

মফিজুর রহমান উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামের মৃত মাওলানা সফিকুর রহমান মিজির ছেলে। তিনি আলগী বাজারের একজন প্রবনী ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। পরবর্তীতে করোনা সন্দেহ হলে নমুনা পরীক্ষা দেন। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সকালে তার শারিরীক অবস্থা খারাপ হলে এ্যাম্বুলেন্সযোগে চাঁদপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়। তারপরেও পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে তার মৃত্যু নিশ্চিত হন।

মফিজুর রহমানের আত্মীয় ও বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ পাটওয়ারী বলেন, মফিজুরের মা সুফিয়া বেগম বেশ ক’দিন আগে বাথরুমে পড়ে পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হন এবং তাঁর ডায়াবেটিস রোগ ছিলো। এরই মধ্যে সন্তানের মৃত্যুতে তিনি আরো ভেঙে পড়েন এবং সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন বলেন, বুধবার মফিজুর রহমান মিজির রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ এর নির্দিষ্ট কমিটির লোকজন বাদ জোহর নিজ বাড়ীতে তার কাফন ও দাফন সম্পন্ন করেন।

পিবিএ/মিজানুর রহমান/এসডি

আরও পড়ুন...