হাওরে ধরা পড়লো ১৪ কেজি ওজনের বোয়াল

পিবিএ,সিলেট: দেশ-বিদেশে সুনামগঞ্জের হাওর ও জলমহালে দেশীয় প্রজাতির মিঠা পানির ছোট বড় মাছের সুখ্যাতি থাকলেও বর্ষা মৌসুমের প্রাক্কালেই এবার কালনার হাওরে জেলের জালে ধরা পড়লো ‘‘ডিম ওয়ালা ১৪ কেজি ওজনের বোয়াল’’ মাছ।
হাওরে মাছের সংকট মুহুর্তে শনিবার সদর উপজেলা লাগোয়া কালনার হাওরে বোয়াল মাছটি ধরা পড়লে পৌর শহরের মাছ বিক্রেতা সুবেদুর রহমান জেলেদের নিকট থেকে মাছটি কিনে নিয়ে আসেন কিচেন মার্কেটে।


বিকেলে জীবিত বোয়ালটি পৌর শহরের কিচেন মার্কেট লাগোয়া সুরমা নদীর ঘাটেবেঁধে রেখে দাম হাঁকেন ২০ হাজার টাকা।
ওজনে ১৪ কেজির বোয়াল মাছটি সন্ধায় বিক্রি করা হয় ১২ হাজার টাকায়।
পৌর শহরের জনৈক ব্যক্তি ঢাকায় থাকা তার এক আত্বীয়ের জন্য মাছটি কিনে নিয়ে যান।,
রবিবার তাহিরপুরের বাদাঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান ও জলমহাল ব্যবসায়ি রাখাব উদ্দিন বলেন,এক সময় জেলার তাহিরপুরের টাঙ্গুয়া, শনি , মাটিয়াইন সহ সব জলমহাল হাওর নদীতে ২০ থেকে ২৫ কেজি ওজনের বোয়াল রুই সহ নানা দেশিয় প্রজাতির বড় মাছ পাওয়া যেত কিন্তু প্রজনন মৌসুম বা বর্ষার প্রাক্কালে ডিম ওয়ালা ‘মা মাছ’ নিধনের ফলে আগের মত বড় ধরণের দেশিয় প্রজাতির মাছ গুলো খুব একটা পাওয়া যায়না।
পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...