হাজার ফিট উপরে কৃষিবিদ দিবস

পিবিএ, নোবিপ্রবি: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশে দিন দিন কৃষিতে দেখা দিয়েছে অপার সম্ভাবনা। আর সম্ভাবনাকে সত্যে রূপ দিতে কাজ করে যাচ্ছেন এ দেশের কৃষিবিদেরা। গত ১৩ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে পালিত হয় জাতীয় কৃষিবিদ দিবস ২০১৯। আর এ দিবসকে একটু ভিন্ন আঙ্গিকে পালন করলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা।

সূর্য যখন পশ্চিম আকাশের কোলে মুখকরে, এমন সময় শিক্ষার্থীরা বান্দরবান জেলার অন্যতম পর্যটন স্থান নীলাচলে কেক কাঁটার মধ্যদিয়ে জাতীয় এ দিবসটি উদ্যাপন করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের তৃতীয় ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর মোঃ কাউসার হোসেন এবং একই বিভাগের প্রভাষক রায়হান আহমেদ রিমন।

প্রসঙ্গত, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির ভিত্তিই হচ্ছে কৃষি। স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটি সবকারের প্রধান দায়িত্ব ছিল কৃষিতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। কৃষির গুরুত্ব অনুধাবন করেই কৃষিবিদদের প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কৃষি শিক্ষা ও কৃষিবিদদের যথাযথ মূল্যায়নের ঐতিহাসিক ঘোষণাটি তিনি ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে দিয়েছিলেন। ফলে মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষা গ্রহণের মাধ্যমে কৃষি উন্নয়ন তথা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ দেশের
অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা পালন করতে সক্ষম হয়। বঙ্গবন্ধুর এই অবদানের স্বীকৃতিস্বরূপ সেই থেকে কৃষিবিদরা ১৩ ফেব্রুয়ারিকে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে পালন করে আসছে।

পিবিএ/ওএ/জেডআই

আরও পড়ুন...