হাজার বছর করিব সংগ্রাম

 

( পিলখানায় নিহতদের স্মরণে )
– শতাব্দী আলম

 

জেনারেল শাকিল
এবাউট টার্ণ

মার্চের উত্তাল দিন সমাগত
এটেনশন অফিসার, দেশপ্রেমের জন্য প্রস্তুত হতে হবে
প্র-ও-স্তু-ও-ত।

ক্যানভাস পিলখানা
বিধাতার তুলির আঁচরে
স্মরণীয় করা হবে তোমাদের
জীবন্ত জীবনানন্দ বিদ্রোহ, ফায়ার ।

একুশবার তোপধ্বনীতে আঁকা হলো
মায়ের কপোলে জলরেখা
পতাকা মোড়া হয়েছে সন্তানের হাহাকার
শোকে মুহ্যমাণ জাতীয়তা
বিবেক নির্বিকার।

বিধাতা আর কতবার !
বারবার সবুজ পতাকায় অংকিত শবাধার !

হায় জেনারেল
স্বাধীনতা তোমাকে দিয়েছে বীরের সম্মাণ
অমরত্ব তোমার ঠিকানা
শহিদ শাকিল তোমাদের সংগ্রামী সালাম

সদ্যোজাত নবোজাতকও চিৎকার করে
আমরাও প্রস্তুত ,
স্বাধীনতা চাইই চাই
হাজার বছর করিব সংগ্রাম।

আরও পড়ুন...