হাজীগঞ্জে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

Cox's Bazar Fire- PBA 01
ফাইল ছবি

পিবিএ, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চোঁ দেওয়ানজী বাড়িতে আগুন লেগে তিনটি ঘড় পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ওই বাড়ির মৃত জয়দেবের ছেলে নূপুর, নিসু ও সমির দেওয়ানজীর তিনটি বসতঘর পুড়ে গেছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি বসতঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাতে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। তখন প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...