হাজীগঞ্জে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ৯টি ঘর ভষ্মীভুত


পিবিএ, চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ অগ্নিকান্ডে বসতঘর ও পাক ঘরসহ নয়টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার দুপুর ২ টায় উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের ১নং ওয়ার্ডের সুত্রধর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদি জানান, ওই বাড়ির অমুল্য চন্দ্র সুত্রধরের বসত ঘরের বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে পাশে থাকা পরিতোষ চন্দ্র সুত্রধর, অমর কৃষ্ণ সুত্রধর, ভাষান সুত্রধর, উত্তম সুত্রধররে বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় ।

ইউপি চেয়ারম্যান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওসমান গনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই মতলব ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মো. মহিউদ্দিন আল আজাদ

আরও পড়ুন...