
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ থানার আলোচিত আজাদ সরকার হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মেহেদী হাসান রাব্বী ওরফে ডিম রাব্বিকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রাব্বি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হাজারীবাগ এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে। তারা গত ৪ আগস্ট আজাদ সরকারকে চাপাতি ও ডেগার দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় হাজিগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলায় আজ সন্ধ্যায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী ওরফে ডিম রাব্বিকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।