পিবিএ, ঢাকা : খেলার মাঠ উদ্বোধনের নামফলকে নিজের নাম না থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের গায়ে হাত তুলেছেন সংসদ সদস্য হাজি সেলিম। শনিবার (১৬ নভেম্বর) শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।পরে অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন উপস্থিত হন।
কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, আমি কোনো অনুষ্ঠানে এমপিদের নাম দেই না। আমার অভিভাবক হিসেবে মেয়রের নাম থাকে, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে উনি আমাকে ডেকে বলতে পারতেন। কিন্তু, তা না করে অনেক মানুষের সামনে আমার গায়ে হাত তুলেছেন। আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ উদ্বোধনের ফলকে স্থানীয় সংসদ হিসেবে হাজি সেলিম তার নাম দাবি করেন। কিন্তু নাম না থাকায় হাজি সেলিমের সমর্থক ও কাউন্সিলর মানিকের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাজি সেলিম মানিকের গায়ে হাত তোলেন।
এদিকে সেলিমের হাতে মার খেয়ে কাউন্সিলর মানিককে অনুষ্ঠানস্থলে কাঁদতে দেখা যায়।
পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পাশে একটি খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে এলইডি স্ক্রিনে হাজী সেলিমের নাম না থাকাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
বিকেল ৩টায় হাজী সেলিম মাঠের ভেতরে ঢুকে এলইডি স্ক্রিনে তার নাম দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে হাজী সেলিম নিজেই মঞ্চে উঠে মাইক্রোফোন ও ইলেকট্রিক সরঞ্জাম ফেলে দেন। ৩টা ৪৫ পর্যন্ত চলে এ হট্টগোল।
হাজী সেলিমের অনুসারীদের দাবি, স্থানীয় সংসদ সদস্যকে অনুষ্ঠানে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এক পর্যায়ে তার অনুসারীরা উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের ঘোষণাও দিয়ে বসেন। তখন সেখানে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়।
পিবিএ/জেডআই
https://youtu.be/TIL1tj15pcY