হাটহাজারীতে অস্ত্র উদ্ধার

পিবিএ,হাটহাজারী: হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনছুরাবাদ কলোনীর গুন্ডিশাহ মাজারের খাদেমের গরুর খামারের বাড়ীর পাশে একটি বাজারের ব্যাগে লাল কাপড় দ্বারা মোড়ানো পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়,উক্ত ইউনয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে থানায় অবহিত করেন।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজীব শর্মা,পুলিশ পরিদর্শক(অপারেশন্স) এ,আই, তৌহিদুল করিম সঙ্গীয় ফোর্স উক্ত ব্যাগটিতে লাল কাপড় দ্বারা মোড়ানো ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি সিঙ্গার সুটারগান পরিত্যক্ত পড়ে আছে সে গুলো জব্দ করেন।

পিবিএ/ মোহাম্মদ হোসেন/মোআ

আরও পড়ুন...