হাটহাজারীতে ইউএনও’র অভিযানে ২৭ নকল পণ্য জব্দ

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের বালুরটাল নামক এলাকায় একটি বেড়ার ঘরে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির লগো কে নকল করে তৈরী করা হচ্ছে বিপুল পরিমাণের নকল পণ্য। মঙ্গলবার (১৪ মে) ১২ টার দিকে অভিযান পরিচালনার মাধ্যমে এ নকল পণ্য জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমীন।

অভিযানে যে সব পণ্য জব্দ করা হয়েছে তা হল, জয়া রাঁধুনি সরিষারতেল,হালিম,পায়েস,সিলন চা পাতার লোগো দিয়ে নকল করা সেভরণ চা পাতা, মির্জাপুর চা পাতার নাম কে একইভাবে নকল করে মিয়াজীপুর চা পাতা,ওয়ান স্টার চা পাতা,জেম ও নিমের দাতের মাজন, ব্ল্যাক টাইগার শ্রীমপ মরিছের গুড়া,ক্রাউন ফার্ম কোম্পানির নামে ফ্রেস ওয়াটার কিং প্রাউন্স মসলার গুড়া, আনডু কোম্পানির গুড়া মসলা ও মরিছ,প্যাকেট জাত করা হচ্ছে বিভিন্ন কোম্পানির স্টীকার দিয়ে সুপার স্টার কোম্পানির বাল্ব,নুড়ুস,বাঘা বাড়ির ঘি,অলটাইম কলম,টাকীয়া ট্যাংসহ ২২ প্রকার আইটেমের পণ্য তৈরী করা হয়।

 

ইউএনও রুহুল আমীন পিবিএ’কে জানান,ছোট্ট একটা ঘরে দেশি বিদেশি ২৭ আইটেমের পণ্য উৎপাদন প্যাকেজিং করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে পণ্য জব্দ করা হয়েছে।

পিবিএ/হক

আরও পড়ুন...