হাটহাজারীতে ইউএনও’র অভিযানে কারেন্ট জাল জব্দ, আটক ১

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: হাটহাজারী পৌর সদরের বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।মঙ্গলবার (৯ জুলাই)দুপুরে পৌরসভার দারুচ্ছালাম মার্কেটে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, নির্বাহী অফিসারের ফেসবুক তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌর সদরের দারুচ্ছালাম মার্কেটের দারুচ্ছালাম ক্লথ স্টোর এবং রকমারি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।এ সময় দারুচ্ছালাম ক্লথ স্টোরকে সিলগালা এবং অপর দোকানের মালিক সুনীল নাথকে (৫৬) আটকসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সুনীল নাথ উপজেলার চৌধুরীহাট এলাকার মৃত চন্দ্র নাথের ছেলে।
ইউএনও পিবিএকে বলেন,বর্ষাকাল এখন বৃষ্টি পড়ছে,চারদিকে বিল ও ডুবাই পানি জমেছে মাছ শিকারিরা মাছ শিকারে নামবে এটাই স্বাভাবিক। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছে। যা আইনত অপরাধ। তাই তথ্য প্রমানের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং একটি দোকানে তালাবদ্ধ করা হয়।একজনকে আটকসহ আর্থিক জরিমানা আদায় করা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...