পিবিএ,হাটহাজারী: হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মে) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুহুল আমীন বলেন, প্রতিদিনের মত ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে পৌরসভার মুরগির হাটা এলাকায় ভাই ভাই বেকারি এবং কলেজ রোড এলাকার জয় ফুড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে দোকানের ডিপ ফ্রিজ ভর্তি সপ্তাহ খানেক আগের বেগুনি, পেয়াজু, জিলাপি, ছোলা এবং চপসহ ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা বলে ব্যবসায়ারী।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে বেকারি ও রেস্টুরেন্টের দোকানির নির্লিপ্ত উত্তর, ফেলে দিবো চিন্তা করেই ডিপ ফ্রিজে রেখেছি। এ সময় আদালতের নির্দেশে এসব খাবার জব্দ করা হয়। পরে জব্দকৃত পোড়া তেল, জিলাপির রস, টক দই নালায় ফেলে দিয়ে ধ্বংস করা হয়।
পরে ব্যাবসায়ীকে সতর্ক করা হয় ও ক্রেতা ঠকিয়ে মেয়াদহীন খাবার বিক্রি করার দায়ে ভাই ভাই বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া কলেজ রোড এলাকায় জয় ফুড রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ।এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
পিবিএ/কেএএস/আরআই