হাটহাজারীতে ইউপি সদস্য ছুরিকাঘাতে খুন

hathajari-up-mamber-murderd

পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছুরিকাঘাতে গুরুতর আহত এমরান চৌধুরী (৪৫) মারা গেছেন। মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কস্থ ইছাপুর বাজারে মেখল ইউনিয়নের চাঁদ গাজী চৌধুরী বাড়ির জামশেদ (৩৪) তাকে ছুরিকাঘাত করে। এমরান চৌধুরী গড়দুয়ারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কান্দর আলি চৌধুরী বাড়ির মৃত মোঃ ওমর চৌধুরীর পুত্র।

জানা গেছে, সোমবার দুপুরে ইউপি সদস্য এমরান ইছাপুর বাজারে যান। এ সময় জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জামশেদের সাথে বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামশেদ পার্শ্ববর্তী মুরগীর দোকান থেকে ছুরি নিয়ে এমরানকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত এমরানকে প্রথমে হাটহাজারীর একটি প্রাইভেট হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

এমরানের ছোট ভাই ইয়াছিন জানান, আমাদের বাড়িতে জামশেদের শ্বশুর বাড়ি। তার শ্বশুর জাকারিয়ার সাথে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী এক মহিলার সাথে জায়গা নিয়ে বিরোধ চলছিল। আমার বড় ভাই মেম্বার হিসেবে শালিসি বৈঠকের কথা বলায় জামশেদ ক্ষীপ্ত হয়ে অতর্কিত হামলা করে ছুরিকাঘাত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আমার ভাইয়ের হত্যাকান্ডের বিচার চাই।

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ইউপি সদস্য এমরান ছুরিকাঘাতে খুন হয়েছেন শুনেছি। তবে কেউ এখনও অভিযোগ করেনি। জড়িতদের আটকের অভিযান অব্যাহত আছে।

পিবিএ/কেএএস/এফএস

আরও পড়ুন...