হাটহাজারীতে উপজেলা ফুটবল লীগ টুর্নামেন্টের শনিবার উদ্বোধন


পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন,বর্তমানে মাদক যেভাবে তাদের গ্রাস করছে তার জন্য খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজ এবং ছাত্র সমাজকে মূলত মাদক থেকে দুরে রাখার প্রয়াসে এ ফুটবল লীগের আয়োজন। একমাত্র খেলাধুলাই পারে যুব ও ছাত্র সমাজকে সুশৃঙ্খল রাখতে। তিনি বলেন পড়ালেখার পাশা পাশি ছাত্রদের খেলাধুলায় বেশি বেশি করে অংশ গ্রহনের জন্য উৎসাহিত করতে হবে।

তিনি শুক্রবার সকালে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের পৃষ্ঠপোষকতায় ২৫ জানুয়ারী (শনিবার)উপজেলা ফুটবল লীগ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বত্তব্য এসব কথা বলেন।

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফরের পরিচালনায় এ সময় ফুটবল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে লেখনির মাধ্যমে তুলে ধরার অনুরোধ জানান।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। উদ্বোধক থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

খেলায় চারটি গ্রুফে মোট বারোটি দল অংশ গ্রহন করবে।

ক গ্রুফে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ, কুয়াইশ ফুটবল একাডেমী, ছিপাতলী ইউনিয়ন পরিষদ।

খ গ্রুফে মির্জাপুর ইউনিয়ন পরিষদ, ধলই ইউনিয়ন ফুটবল একাদশ, মেখল ইউনিয়ন পরিষদ।

গ গ্রুফে উজ্জীবন হাটহাজারী পৌরসভা, গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, ফতেপুর ইউনিয়ন পরিষদ।

ঘ গ্রুফে মাদার্শা একাদশ, নাঙ্গলমোড়া ফুটবল খেলোয়ার সমিতি, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ বনাম ছিপাতলী ইউনিয়ন পরিষদ। প্রতি টুর্নামেন্ট শুরু হবে দুপুর ২.৪৫ টায়।

পিবিএ/খোরশেদ আলম শিমুল/এমএসএম

আরও পড়ুন...