হাটহাজারীতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: হাটহাজারীতে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামী মাঈনুল হোসেন স্বপনকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের কাটালিরখুল এলাকার নুরুল আলম জহুরের পুত্র। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা ও মোটরসাইকেল চুরি মামলার সাজাপ্রাপ্ত রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর নগরীর বায়েজিদ থানা পুলিশের সহায়তায় হাটহাজারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানান, নারী নির্যাতন মামলা ও মোটরসাইকেল চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী মাঈনুল হোসেন স্বপন দীর্ঘদিন পলাতক। পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন সময় অভিযানও চালিয়েছে। রবিবার রাতে নগরীর বায়েজিদ থানা এলাকায় ঘুরাফেরা করার সংবাদ পেয়ে বায়েজিত থানার এএসআই মো. ফোরকান তাকে আটক করে। পরে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ২০১২ সালে স্বপন গোপনে বিয়ে করা নিয়ে তার স্ত্রীর সঙ্গে বিবেদ সৃষ্টি হয়। ওই সময় তার স্ত্রীকে বেদম মারধর ও ছেলে পিটিয়ে মারাত্মক জখম করে। এই ঘটনায় স্বপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ওই মামলায় ৫ বছরের সাজা হয়। অন্য দিকে, ১৯৯৭ সালে হাটহাজারীতে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে সে মামলায়ও সাজা হয়। এর পর থেকে স্বপন পলাতক থাকে।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানিয়েছেন, স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ২টি মামলায় সাজা থাকায় এতদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পিবিএ/হক

আরও পড়ুন...