পিবিএ,হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নতুনদের বরণ ও পুরাতুনদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার বেলা ১১টায় হাটহাজারী উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নতুনদের কে ফুল দিয়ে বরণ করেন ও পুরাতনদের ফুল দিয়ে বিদায় জানান।
অনুষ্ঠানটি পরিচালনায় করেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী প্রাবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিদায়ী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী,ভাইস চেয়ারম্যান মৌলনা নাচির উদ্দীন মুনির ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মেনায়ারা বেগম। উপজেলা পরিষদ নির্বাচনে শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদের দায়িত্ব যারা নিলেন তারা হলেন উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক এসএম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তার বেগম।
এসময় উপজেলা হলরুমে সকল সরকারী কর্মকর্তা কর্মচারীগণ এবং বিপুল পরিমান নেতা কর্মী ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিবিএ/কেএ/আরআই