হাটহাজারীতে বনপ্রহরীর উপর সন্ত্রাসী হামলায় আহত চার

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী, চট্টগ্রাম: হাটহাজারীতে বন বিভাগের গাছ চুরি করতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে হাটহাজারী ১১মাইলস্থ চেক স্টেশনের সহযোগী স্টেশন অফিসারসহ তিন বন প্রহরী। আহতরা হলেন সুমন বড়ুয়া(৪০) বন প্রহরী মিজানুর রহমান(৩৮), প্রদীপ শীল(৪০) ও আবু জাহেদ(৩৮)। রবিবার ভোর সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌরসভার স্বন্ধীপ পাড়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

হাটহাজারী ১১ মাইল স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ পিবিএ’কে জানান, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে আমাদের কাছে খবর আসে কে বা কারা হাটহাজারী পৌর এলাকার ফায়ার সার্ভিসের পশ্চিমে স্বন্ধীপ পাড়া রাস্তার মুখে সংরক্ষিত বাগানের সরকারী গাছ কেটে পাচার করছে খবর পেয়ে আহত সহযোগী স্টেশন কর্মকর্তাসহ তিনজন বন প্রহরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। তবে ১০ফুট গাছ জব্দ করতে পারলেও গাছ চোরেরা এসময় পালিয়ে যায়।জব্দকৃত গাছ বিটে আনার প্রস্তুতি নিলে হঠাৎ ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সুমন বড়ুয়া ও মিজানুর রহমানকে চিকিৎসা দিলেও গুরুতর হওয়ায় অপর দুজনকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক। তিনি জানান হামলাকারীদের মধ্যে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ছিল। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

পিবিএ/কেএএস/হক

আরও পড়ুন...