হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ১৩ বসতঘর

অগ্নিকান্ড
হাটহাজারিতে অগ্নিকান্ড।

পিবিএ হাটহাজারী(চট্টগ্রাম): হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাদামতল এলাকার মেহের আলি চৌধুরী বাড়িতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিকান্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করছে ক্ষতিগ্রস্থ পরিবার।

সুত্রে জানা যায়, ফতেপুর মেহের আলি চৌধুরী বাড়ীর নুর বক্সের ঘর থেকে আনুমানিক ভোর সোয়া তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের
লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এবং খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে টিনসেড ও বেড়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন মৃত আবুল কাসেমের পুত্র মোঃ আব্দুর রশিদ কালু , ইউসুফ, মৃত ইসলামের চার পুত্র,মোঃ জাহাঙ্গীর, বাসেক,বাচা,ভোলা, মৃত আবুল খায়েরের পুত্র, নুর বক্স ও কন্যা, নুর নাহার, মমতাজ বেগম স্বামী হারুন, মমতাজ বেগমের কন্যা নুর বেগম ,অলি আহমদের পুত্র কুরবান আলি, জহির আহমদের পুত্র আবু বক্কর আবু। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র লিডার আবুল কালাম বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির আনুমানিক ত্রিশ লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থরা সবাই দিনমজুর। তাদের একমাত্র সম্বল বসতঘরগুলি আজ পুড়ে ছাই গেছে। ২০০৬ সালেও তারা অগ্নিকান্ডের শিকার হয়েছিল বলে জানা যায়।

 

পিবিএ/কেএএস

আরও পড়ুন...