পিবিএ,খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: ইউএনও রুহুল আমিন আসার খবর পেয়ে মেয়াদহীন রসমালাই ও গাজরের হালুয়ায় সহ বিভিন্ন খাবার দ্রুত ডাস্টবিনে ফেলে দিয়েও শেষ রক্ষা হয়নি মধুবন মিষ্টির দোকান কর্তৃপক্ষের। ভ্রাম্যমাণ আদালতে গুনতে হয়েছে জরিমানা।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারে মধুবনের বিক্রয় কেন্দ্রে ভেজালবিরোধী এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,প্রতিদিনের মত ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ইছাপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে ইছাপুর বাজারের মধুবন বিক্রয় কেন্দ্রে ফ্রিজ ভর্তি প্রায় ২০ কেজি মেয়াদহীন রসমালাই ও গাজরের হালুয়া পাশের ডাস্টবিনে ফেলে দেয় মিষ্টির দোকানের কর্মচারীরা।
মধুবন বিক্রয় কেন্দ্রর ম্যানেজার ইউএনও রুহুল আমিনকে জানিয়েছেন- মেয়াদহীন এসব রসমালাই ও গাজরের হালুয়া বিক্রির সময়েই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখের আলগা স্টিকার লাগিয়ে বিক্রি করেন তারা।এ সময় দেখান থেকে বেশ কিছু আলগা স্টিকারও জব্দ করা হয়। ক্রেতাদের ঠকিয়ে মেয়াদহীন খাবার বিক্রির দায়ে মধুবন প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ইছাপুর বাজারের নুরজাহান বেকারিতে অভিযান চালায় । ফ্রিজে ৭ দিন আগের বাসি মিষ্টি সংরক্ষণের দায়ে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পিবিএ/আরআই