পিবিএ,হাটহাজারী: হাটহাজারীতে যত্রতত্র গরু হাট বসানো নিষেধাজ্ঞা জারী করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরিয়ে দেওয়া হয় এ সব হাট। অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে
১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ হেলালী বলেন,গরু ব্যবসায়ীরা সরকারিভাবে ইজারাকৃত হাটে গরু না নিয়ে বিভিন্ন জায়গায় সরকারি রাস্তার উপর যত্রতত্র গরুর হাট বসানো হয়েছে যার কারনে তা সরিয়ে দেওয়া হয়।
পিবিএ/মোহাম্মদ হোসেন /এসডি