হাটহাজারীতে শেরে বাংলা ইট ভাটার কাঠ জব্দ ও জরিমানা

sere-e-bangla-brick

পিবিএ,হাটহাজারী, চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার বন বিভাগের রিজার্ভ ফরেস্টের কাছাকাছি স্থাপিত একটি ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটের ভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ থাকার পরও কাঠের ব্যবহার করায় প্রতিষ্ঠানে সংগ্রহিত আনুমানিক ৫হাজার ঘনফুট কাঠ জব্দ এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার(৬এপ্রিল)বেলা সাড়ে ১২টায় পৌরসভার মেসার্স শেরে বাংলা ইটের ভাটায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকতা রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী ১১ মাইল চেক ষ্টেশন অফিসার মোঃ আবদুল হামিদ।

রুহুল আমিন জানায়, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ধারা-৬ মোতাবেক ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ। এরপরও পরিবেশ ধ্বংস করে মোঃ রফিকের মালিকানাধীন মেসার্স শেরে বাংলা ইট ভাটা প্রতিষ্ঠানে কাঠের ব্যবহার অব্যাহত রেখেছে। শনিবার অভিযান চালিয়ে আনুমানিক ৫ হাজার ঘনফুট কাঠ জব্দ এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রুহুল আমিন বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মেসার্স শেরে বাংলা ইটের ভাটার মালিককে পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে সকল ইট ভাটার মালিককে আইন মেনে ইট প্রস্তুত করার অনুরোধ জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন । জব্দ কৃত কাঠ ১১মাইল ফরেষ্ট অফিসে হস্তান্তর।

পিবিএ/কেএএস/হক

আরও পড়ুন...