হাটহাজারীতে সততা প্রিন্টার্সে অভিযানে জালিয়াতী সনদসহ আটক দুই

পিবিএ,হাটহাজারী: হাটহাজারী পৌরসভার মডেল থানার সামনে সততা প্রিন্টার্স নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। এসময় জাল সার্টিফিকেট, জন্মসনদ, ড্রাইভিং লাইসেন্স, ভুয়া পরিচয়পত্র, কম্পিউটারের সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত নজরুল ইসলাম ও মো.ফাহিম নামক দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতদের ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে মুছলেখা নিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয়।

ইউএনও জানান, হাটহাজারী পৌরসভার মোস্তাফা মার্কেটের সততা প্রিন্টার্স নামে একটি কম্পিউটার দোকান দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরণের নকল সার্টিফিকেট তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সার্টিফিকেট, জন্মসনদ, ড্রাইভিং লাইসেন্স, ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এসময় কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা ঘটনার দায় স্বীকার করলে আটককৃতদের ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাদের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এঘটনায় দোকান বন্ধ করে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌরসভার কর্মকর্তা প্রধান সহকারি সাহাব উদ্দীন ও মডেল থানার এএসআই কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।

পিবিএ/খোরশেদ আলম শিমুল/এমএসএম

আরও পড়ুন...