হাটহাজারীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

পিবিএ,হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমশিনার (রাজস্ব) মোহাম্মদ শহীদুল আলম ।

হাটহাজারীতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান,হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.রাশেদুল আলম, চট্টগ্রাম জ্যেষ্ঠ নির্বাচন কর্মকতা মোঃ মুনীর হোসাইন খান,হাটহাজারী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ।

হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম পিবিএকে বলেন, আগামী চার মে বুড়িশ্বর ইউনিয়ন থেকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে। ছয় আগষ্ট গুমানমদ্দন ইউনিয়ন পরিষদে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শেষে কার্যক্রম শেষ হবে। তিনি আরও বলেন উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হচ্ছে।

পিবিএ/কেএ/আরআই

আরও পড়ুন...