হাটহাজারী পৌর সদরে স’মিল থেকে কাঠ উদ্ধার


পিবিএ,হাটহাজারী: হাটহাজারী পৌর সদর একটি স’মিল থেকে সোমবার(১৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে অভিযান চালিয়ে মূল্যবান কাঠ উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইউএনও
কে এস এম এস মাধ্যমে পশ্চিম পাহাড় থেকে কাঠ পাচারের কথা অবহিত করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সদরের একটি স’মিল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ পিস আকাশ মনি এবং গামারি কাঠ জব্দ করেন।

ইউএনও মোহাম্মদ রুহুল আমিন বলেন,রাত ৪টার সময় এস এম এস মাধ্যমে সদরের পশ্চিম পাহাড় থেকে কাঠ পাচারের বিষয়টি জানার পর অভিযানের প্রস্ততী নিয়ে পরিত্যাক্ত মূল্যবান কাঠ গুলো জব্দ করি। তিনি ভ্রাম্যমাণ আদালত এ বিষয়ে একটা নিয়মিত মামলা দায়ের করার জন্য বন বিভাগ কে নির্দেশনা দিয়েছে।

পিবিএ/মোহাম্মদ হোসেন/এসডি

আরও পড়ুন...