হাটহাজারী ভুমি অফিসের দালালের বাড়িতে থেকে বিপুল নথিপত্র উদ্ধার

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী,চট্টগ্রাম: ভুমি সপ্তাহ উপলক্ষে ভুমি অফিসে দালালদের দৌরাত্ব বন্ধ এবং গ্রাহকদের হয়রানি বন্ধের ঘোষনা দেওয়ার দুই দিনের মধ্যে এক দালালের বাড়ীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় শফিউল আজম মুন্সি নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৪৩টি নামজারি নথি, ৫৭টি নামজারি মামলার নথির মূল প্রস্তাব ফরমহ বিপুল পরিমাণ নামজারি খতিয়ান, দাখিলা এবং ডিসিআর উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা এ অভিযানে নেতৃত্ব দেন।

রুহুল আমিন বলেন, ভূমি অফিসের তহশিলদার, অফিস সহকারীদের যোগসাজশে রেকর্ড রুমের গুরত্বপূর্ণ নথি বাড়িতে নিয়ে মানুষকে হয়রানি করতেন আজম মুন্সি। স্থানীয়দের কাছে ভূমি অফিসের ‘দালাল’ নামেই পরিচিত ছিলেন তিনি।তিনি বলেন, সম্প্রতি ১১মার্চ আজম মুন্সিকে ভূমি অফিসের সামনে থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়। কারাভোগ শেষে গা ঢাকা দেন তিনি। তবে রেকর্ড রুমের অনেক গুরুত্বপূর্ণ কাগজ তার বাড়িতেই রয়ে যায়। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসব কাগজপত্র উদ্ধার করা হয়।তিনি বলেন, রেকর্ড রুমের প্রতিটি কাগজ সরকারি সম্পদ। এসব কাগজ কার মাধ্যমে কীভাবে আজম মুন্সির হাতে গেলো তা খতিয়ে দেখা হবে। আজম মুন্সিসহ যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...