পিবিএ,হাটহাজারী: হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে। বুধবার(১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুল বাজার এলাকায় এ অগ্নিকান্ড হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওযার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় সুত্রে জানা যায়।
এতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন শহিদুল্লাহর বিভিন্ন মালামালের গোডাউন, হাসান পোলট্রি ফিড,জুয়েল মিষ্টির দোকান, মুন্না বাবু জুয়েলারি,মুহাম্মদ উল্লাহ গোডাউন, পাঁচ করির মাছের দোকান পুড়ে যায়।
সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান এ ব্যাপারে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন জানান,খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
পিবিএ/বিএইচ