পিবিএ,ঢাকা: রাজধানীর হাতিরঝিল থেকে ৯০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নূরুল ইসলাম ওরফে নুরু (৩৬) ও মোঃ বাবু (৩৮)। এ সময় তাদের হেফাজত হতে ৯০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার ২৪ মে বিকাল ৫.২৫ টায় হাতিরঝিল থানার বড় মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিম।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।
পিবিএ/ডিএমপি /হক