হাতিরঝিল লেক থেকে মৃতদেহ উদ্ধার

পিবিএ,ঢাকা: রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৮ বছর।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় হাতিরঝিল রামপুরা ১ নং ব্রীজের নিচে লেক থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) খাইরুল আলম পিবিএ’কে জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল লেক থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যাক্তি বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...