হাতিয়ায় সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলা

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম জিন্নুরের উপর হামলার ঘটনা ঘটেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাতিয়া উপজেলা হাসপাতাল থেকে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের স্থানীয় ছৈয়দিয়া বাজারে এ হামলা ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিন্নু ওছখালী থেকে চৌমুহনী বাজারের দিকে যাওয়ার পথে স্থানীয় ছৈয়দিয়া বাজারে টুটুল মাষ্টার ও উজ্জলের নেতৃত্বে আগে থেকে ওৎ পেতে থাকা কিছু লোক রিক্সা থামিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে টেনে হিঁচড়ে পুকুর পাড়ের দিকে নিয়ে যায়। এসময় তিনি চিৎকার দিলেও ভয়ে কেউ তার কাছে যায়নি। তাকে দুর্বৃত্তরা গুরুতর আহত করে আশংকাজনক অবস্থা পুকুর পাড়ে রেখে গেলে পরে স্থানীয়রা তাকে উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, জিন্নুরের উপর হামলা হয়েছে শুনেনি। ববং তার বিরুদ্ধে থানায় মামলা আছে। আমরা তাকে খোঁজতেছি। তাকে পেলে গ্রেফতার করবো।
পিবিএ/এসডি

আরও পড়ুন...