হাতি তাড়াতে গিয়ে উল্টো তাড়া খেয়ে কৃষকের মৃত্যু

পিবিএ,জামালপুর: দল বেঁধে বুনো হাতি তাড়াতে গিয়ে উল্টো তাড়া খেয়ে মারা গেছে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষক। বুধবার (৬ মে) দিবাগত রাত ১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া গ্রামে বুনো হাতির পদতলে পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই কৃষকের।

রাতেই ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় ওই কৃষকের লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। কৃষক আব্দুল মান্নান ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুরি পলাশতলা গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরাসহ কশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট পিবিএ’কে জানান, দু দিন ধরে সীমান্তবর্তী এলাকায় এসেছে ভারতীয় বুনো হাতির ৩০/৩৫টির একটি দল। বিভিন্ন এলাকার ধান খেয়ে ফেলছে এই হাতিরা। দু দিনেই প্রায় ১০ একর জমির ধান খেয়ে ফেলায় রাত জেগে পাহারা দিচ্ছেন বালুর চর, যদুর চর, সাতানীপাড়াসহ সীমান্তবর্তী গ্রামের লোকজন।

বুধবার রাত ১টার দিকে সাতানীপাড়া গ্রামে নেমে আসে হাতিরা। লোকজন লাঠিসোঠা, পটকা ও মশালসহ হাতি তাড়ানোর নানা সরঞ্জাম নিয়ে হাতিদের তাড়া দেয়। বুনো হাতিরা উল্টো ধাওয়া দিলে কাঁদায় পা আটকে পড়ে যায় কৃষক আব্দুল মান্নান। সেখানেই একটা হাতির পদতলে পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পলাশতলায় ওই কৃষকের নিজবাড়িতে পাঠানো হয়েছে।
পিবিএ/রাজন্য রুহানি/এএম

আরও পড়ুন...