হাতীবান্ধায় দিনব্যাপী বউ-শাশুড়ী মেলা

পিবিএ,লালমনিরহাট প্রতিনিধি: বউ-শাশুড়ীর অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “বউ-শাশুড়ীর” মেলা।

বুধবার (২৩ অক্টোবর) উপজেলার গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেন ‘জননী প্রকল্প’।

আগত কয়েক শতাধিক পরিবারের বউ, শাশুড়ী ও অন্যান্য দর্শণার্থীরা অংশ নেন মেলায়। মেলাটি কেবল বউ-শাশুড়ীদের জন্য নয়, সকলের জন্যই উন্মুক্ত ছিল। আয়োজনে স্বাস্থ্য সেবা, নাটিকা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যত্ন সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়। সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।

সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ীর মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল আলম, জননী প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাঈনুদ্দিন ভুইয়া, হাতীবান্ধা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমূখ।

আরও পড়ুন...