পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটোভ্যানসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উত্তর হলদিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার টংভাঙ্গান এলাকার দেলোয়ার হোসেনের পূত্র মাহাতাব হোসেন মুন্না(২৫) ও দক্ষিণ গড্ডিমারী এলাকার একাব্বর আলীর পুত্র মানু (৬০)।
হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) নুরআলম সরকার জানান, উপজেলার উত্তর হলদিবাড়ী এলাকায় মাদকের চালান যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সঙ্গীয় ফোর্সসহ ও এলাকায় অভিযান চালাই। এ সময় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটোভ্যানসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পিবিএ/এএইচআর/এফএস