আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে আলতাব হোসাইন সুমন (ভোরের ডাক/ সিএন বাংলা)’কে সভাপতি, মোস্তাফিজুর রহমান মোস্তফা (দৈনিক তৃতীয় মাত্রা)’কে সাধারণ সম্পাদক ও আসাদ হোসেন রিফাত (দৈনিক সকালের সময়)কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের কার্যলায়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি গঠন করা হয়। কমিটি’তে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ( প্রভাতীর খবর), সহ সভাপতি লুৎফর রহমান ( দৈনিক পত্রিকা), যুগ্ন-সম্পাদক আব্দুর রহিম ( দৈনিক ভোরের দর্পন), অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম ( পাবলিক বাংলা ), প্রচার ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান ( দৈনিক গণমানুষের আওয়াজ), কার্য নির্বাহী সদস্য কাজী আসাদুজ্জামান আসাদ (দৈনিক বাংলার জাগরণ), ইউনুস আলী ( দৈনিক সময়ের কন্ঠস্বর) ও শহিনুর ইসলাম প্রান্ত (আমার নিউজ) করে ১১ সদস্য বিশিষ্ট এ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
পিবিএ/এমএসএম