পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা থানার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে একটি টিম কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে হত্যা মামলার মূল পালাতক আসামি কে গতকাল গ্রেফতার করে। হাতীবান্ধা থানার মামলা নং-১২তাং২২/০৫/২০২০খ্রীঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে উক্ত মামলার এজাহার ভুক্ত ০১ নং আসামী মোঃ নুর আলম(৩৫) পিতা-মৃত একাব্বর মাতা- মোঃ নবীনা বেওয়া সাং-চরসিন্দুর্না থান-হাতীবান্ধা জেলা- লালমনিরহাট কে কুমিল্লা জেলাধীন চৌদ্দ গাম থানাএলাকা হইতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে আজ৬/০৯/২০২০খ্রীঃ তার ১৬৪ ধারায় দোষ সিকারক্তি রেকর্ড করে বিজ্ঞ আদালত লালমনিরহাট পেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম ।
পিবিএ/মোস্তাফিজুর রহমান/এসডি