হাতের মুঠোয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা

নেট দুনিয়ায় সরব এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। ক্লাসে শিক্ষকদের লেকচার ঘরে বসেই জানা সম্ভব হয়। তাই কর্মজীবী মানুষদের জন্য পড়াশোনা খুব সহজ হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এখানে আছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিডিয়া সেন্টার। এর ভেতরে রয়েছে দুটি টিভি স্টুডিও। এরমধ্যে একটির আয়তন ১৩০ বর্গমিটার অন্যটি ৮০ বর্গমিটার। সেগুলোর একটিতে তিন ক্যামেরায় অনুষ্ঠান ধারণ করা সম্ভম।

এ ছাড়াও এই সেন্টারের আওতায় ৬৫ মিটারের ট্রান্সমিটার টাওয়ার ও এসি প্লান্ট আছে। স্বয়ংসম্পূর্ণ এই মিডিয়া সেন্টারে ডিজিটাল ক্যামেরা, পাঁচটি এডিটিং প্যানেল, আধুনিক রেকর্ডিং স্টুডিও ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য আধুনিক ডিজিটাল ক্যামেরা, ম্যাকের এফসিপি ও আইএমসি এবং অডিও-ভিডিও ওয়ার্কিং স্টুডিও আছে।

এই সেন্টার থেকেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবটিভি এবং ওয়েবরেডিও সম্প্রচার ও পরিচালনা করা হয়। সেগুলোর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অনুষ্ঠানগুলো শুনতে ও দেখতে পারেন ছাত্র-ছাত্রী ও আগ্রহীরা। মক ভিলেজে শুটিং করা ও এই সেন্টারে তৈরি অনুষ্ঠানগুলোই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, ইউটিউব, ফেসবুক, টুইটারে সম্প্রচার করা হয়।

বিটিভিতে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত অনুষ্ঠানগুলো প্রচার করা হয়। রোববার ওপেন স্কুল, সোমবার স্কুল অব সোশ্যাল সায়েন্স, মঙ্গলবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বুধবার স্কুল অব বিজনেস, বৃহস্পতিবার অ্যাগ্রিকালচার এবং শুক্রবার স্কুল অব এডুকেশনের ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্যক্রম উপস্থাপনা করা হয়। বেতারে প্রতিদিনই অনুষ্ঠান থাকে। এ জন্য ঢাকা-খ চ্যানেল টিউন করতে হয়। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানগুলো হয়। শুক্রবার স্কুল অব এডুকেশন, রোববার স্কুল অব সোশ্যাল সায়েন্স, সোমবার ওপেন স্কুল, মঙ্গলবার স্কুল অব বিজনেস, বুধবার অ্যাগ্রিকালচার, বৃহস্পতিবার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান থাকে। শুক্রবার অনুষ্ঠানগুলো পালাক্রমে পুনঃপ্রচার করা হয়। এসব অনুষ্ঠান ইউটিউবেও দেখতে পারেন, িি.িুড়ঁঃঁনব.পড়স/ঁংবৎ/নফড়ঢ়বহঁহরাবৎংরঃু-এই ঠিকানায়। ফেসবুকে পাবেন, িি.িভধপবনড়ড়শ.পড়স/নফড়ঢ়বহঁহরাবৎংরঃু-এই লিংকে। টুইটারে আছে, িি.িঃরিঃঃবৎ.পড়স/নড়ঁবফঁ লিংকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবটিভির ঠিকানা হলো, িি.িবিনঃা .নড়ঁ.ড়ৎম.নফ। তাদের ওয়েবরেডিওর ঠিকানা, িি.িবিনবৎধফরড় .নড়ঁ.ড়ৎম.নফ। তাদের নিজেদের একটি ইউটিউব চ্যানেলও আছে—িি.িনড়ঁঃঁনব.পফঁ.নফ নামে।

মিডিয়া সেন্টারের পরিচালক প্রকৌশলী এস এম কেরামত আলী জানালেন, আধুনিক ইন্টারনেটভিত্তিক প্রচারমাধ্যমগুলোতে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করছি। ফলে দুর্গম ও অনেক দূরের ছাত্র-ছাত্রীরাও ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া করতে পারছে। যেসব এলাকায় এখনো ইন্টারনেট সেবা পৌঁছতে পারেনি, সেসব জায়গায় ‘এসডি কার্ড’ নামের আলাদা সিম কার্ড দিচ্ছি। ফলে শিক্ষার্থীরা মোবাইলের এই কার্ডগুলো প্রবেশ করিয়ে অনুষ্ঠানগুলো দেখতে ও শুনতে পারছে। একে আমরা ‘মোবাইল লার্নিং’ বলি। ফলে অন্যদের মতো তারাও শিক্ষকদের লেকচার ও পড়ালেখার বিভিন্ন উপকরণ হাতের নাগালে পাচ্ছে।’

আরও পড়ুন...