হাতে মারবোনা ভাতে মারবো: রফিক

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর প্রতিপক্ষের লোকদের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন তাদের জিহ্বা অনেক লম্বা হয়েছে। এইবার তাদের আঙ্গুলের মতো সোজা করবো। তাদেরকে হাতে মারবো না, তবে ভাতে মারবো।

উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোববার বিকেলে এক সামাজিক সমাবেশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এই হুঁশিয়ারি দেন। এসময় প্রতিপক্ষ লোকদের আত্মসমর্পন করার জন্য উপজেলা চেয়ারম্যান ১২ ঘন্টা সময় বেঁধে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সহ জনগণকে সঙ্গে নিয়ে তাদের “একঘরে” করার ঘোষণাও দেন।

সরাইল সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর আরো বলেন, ৩১ মার্চ নির্বাচনের দিন বিকেলে সদরে প্রশাসন পাড়ায় ভোট কেন্দ্রের বাইরে তাঁর ‘ঘোড়া’ প্রতীকের সমর্থক সরাইল বেপারিপাড়ার সাবেক ইউপি সদস্য আবুবকর ছিদ্দিক রকেটের ওপর হামলা চালায়, নির্বাচনী প্রতিপক্ষ ‘মোটরসাইকেল’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শের আলম মিয়ার সমর্থকেরা।

এসময় উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ‘মোটরসাইকেল’ প্রতীকের পক্ষ নিয়ে ‘ঘোড়া’ প্রতীকের সমর্থককে চড়থাপ্পড় মারেন। এ দৃশ্য নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর। পরে ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী শের আলমের গ্রামের সদরের স্বল্পনোয়াগাঁও এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বেপারিপাড়া গ্রামে ঢুকে রকেট মেম্বারের লোকদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।

এ ঘটনায় থানায় মামলা হয়। তবে ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও স্বল্পনোয়াগাঁও এলাকার কেউই এ বিষয়ে সুরাহার জন্য আসেনি। রবিবার সূর্য্য অস্ত যাওয়ার আগে স্বল্প নোয়াগাঁও গ্রামের লোকজন যদি বিনা শর্তে আত্মসমর্পন করে, তাহলে এই দরবার আপোষ হবে, নতুবা আমি চেযারম্যান থাকা পাঁচবছরেও এর সমাধান হবে না বলে জানান রফিক উদ্দিন ঠাকুর।
সমাবেশে সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সরাইল সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা সদরের বিভিন্ন এলাকার শত শত লোকজন উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

পিবিএ/এআইএম/হক

আরও পড়ুন...