হাত পা ছাড়া জীবন যুদ্ধে ফটো সাংবাদিক এলিনা !

পিবিএ,ওমান: এ এক অসম যুদ্ধ। যেখানে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে হয়। সেখানে জন্মগতভাবে হাত পা ছাড়া একজন মানুষ নিজেকে গড়ে তুলেছেন ফটো সাংবাদিক হিসেবে। বলছি একজন এলিনের কথা। যিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন তার পেশাগত দায়িত্ব পালনে। হাত পা ছাড়াই লড়ে যাচ্ছেন তিনি। ওমান সালালাহ্ খারিফ উৎসব বাণিজ্য দেখতে আসে হাত পা না থাকা ফটো সাংবাদিক এলিন। এলিনা ও তার মা বাবার সাথে কথা বলে জানা যায়, এলিন জম্মগত প্রতিবন্ধী । জম্মের পর তার মা বাবা খুবি দুশ্চিন্তায়ঝে পড়ে যান সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এলিনার মা বাবা ও তার আত্মীজন সব সময় তার ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়ার দিকে খেয়াল রেখেছেন। তাকে কখনো কেউ অবহেলার চোখে দেখেনি ।

লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করার চিন্তা ভাবনা করেন এলিনা। তার ভবিষ্যৎ তিনি কিভাবে সাজাবেন , সে কি কাজ করলে তার অবহেলিত জীবনকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন।

এই বিষয় নিয়ে এলিন তার মা বাবার সাথে আলোচনা করেন। যেহেতু সে প্রতিবন্ধী সে কোন ভারি কোন কাজ করতে পারবেনা, বা কোন ভালো চাকরী ও করতে পারবেনা, তাই সে ফটো সাংবাদিক হিসেবে নিজেকে ঘড়ে তুলতে চায় এবং সে থেকে তিনি একজন ফটো সাংবাদিক হিসেবে কাজ করছেন।

ফটো সাংবাদিক হিসেবে তাকে সার্বিক সহযোগিতা করেছেন তার মা বাবা, এবং এলিনা একজন ফটো সাংবাদিক হিসেবে গড়ে উঠায় তারা গর্বিত বলে জানান। এবং সব কাজে এলিনাকে সার্বিক সহযোগিতা করেন তার মা বাবা..!

পিবিএ / মোঃতাজুল ইসলাম মিয়াজী/বাখ

আরও পড়ুন...