হাত-পা বাঁধা অবস্থায় কারারক্ষী উদ্ধার, আটক ৩

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হোসেন (২৭) নামে এক জেল কারারক্ষীকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে রদ্রনগর গ্রামে হাত পা বাাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মিলন যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরর্ত রয়েছেন। তকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারারক্ষী উদ্ধার
কারারক্ষী মিলন হোসেন (২৭) হাসপাতালে ভর্তি

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। জেল কারারক্ষী মিলন হোসেন দামুড়হুদা উপজেলার কুড়লগাছি গ্রামের লিয়াকত আলীর ছেলে। পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছে মিলন। গত ২৮ এপ্রিল তার ছুটি শেষ হয়ে যাওয়ায় সেদিন সে বাড়ি থেকে কর্মস্থল যশোরের উদ্দ্যেশে রওনা হন। এসময় পথিমধ্যে গলাইদড়ি ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হয় মিলন।

এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বুধবার পাশ্ববর্তী রুদ্রনগর গ্রামের একটি বাগানে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস পিবিএকে জানান, ঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী মিলনের সৎ ভাই হাসমত আলী, ভাগ্নে মানিক, ও নাঈমকে আটক করা হয়েছে।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...