হানি সিংয়ের একটি গানে অশ্লীলতার অভিযোগ

পিবিএ ডেস্ক: ভারতীয় র‍্যাপার হানি সিংয়ের গানে অশ্লীলতার অভিযোগ করেছেন পাঞ্জাবের একটি মহিলা কমিশন। প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন মনীষা গুলাতির দাবি করেন হানি সিং তার গানের কথায় আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন।

হানি সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ‘মাখনা’ শিরোনামের গানে নারী সম্পর্কে কুরুচিপূর্ণ বাক্য ব্যবহার করেছেন। এজন্য তার বিরুদ্ধে সুয়ো মটো’র দাবি করেছে পাঞ্জাব মহিলা কমিশন।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক, মহাপরিদর্শক (অপরাধ) ও রাজ্য স্বরাষ্ট্র সচিব বরাবর অভিযোগে ওই সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে শাস্তির দাবি করা হয়েছে।

মনীষা গুলাতি বলেন, ‘আমরা পুলিশকে ওই শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করতে আবেদন করেছি। হানি সিং তার ‘মাখনা’ শীর্ষক গানে নারীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা ব্যবহার করেছে।’

এছাড়াও নারীর বিরুদ্ধে আপত্তিকর কথাযুক্ত এই গানটি রাজ্যে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

নারী সংস্থাটি পুলিশকে ১২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...