আরিফুর রহমান দিলু, পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় মারাত্মক দাঙ্গা এবং জাতিগত বিদ্বেষের পরে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে আগামী অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকা সফর করবেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা শনিবার(৭ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহরীর সরকার নাইজেরিয়ার অবস্থিত দক্ষিণ আফ্রিকার সম্পদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে বলে জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার এমটিএন গ্রুপ এবং সুপারমার্কেট চেইন শপরাইট তাদের চত্বরে আক্রমণ করার পরে নাইজেরিয়ার সমস্ত স্টোর এবং পরিষেবা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার কয়েকদিনের দাঙ্গার ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে মূলত নাইজেরিয়া, বাংলাদেশসহ বিদেশী মালিকানাধীন ব্যবসা-প্রতিষ্ঠান । দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বৃহস্পতিবার বলেছিলেন যে, প্রিটোরিয়ায় শুরু হওয়া সহিংসতায় এবং নিকটস্থ জোহানেসবার্গে ছড়িয়ে পড়া সহিংসতায় কমপক্ষে ১০ জন মারা গেছে, তাদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামফোসা এক বিবৃতিতে বলেছেন, নাইজেরিয়ার বিশেষ রাষ্ট্রদূতের সাথে আলোচনার পর দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বুখারি অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করবেন।
রাষ্ট্রপতি বিবৃতিতে আরো বলেন, দক্ষিণ আফ্রিকার সম্প্রতি সংহিসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন এবং দু দেশের মধ্যেকার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নাইজেরিয়ার প্রেসিডিন্ট বুহারিও আহবান জানিয়েছে।
এতে বলা হয়েছে যে বুহারির সরকার নাইজেরিয়ায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার সম্পদের লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছেন । দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার সহিংসতার ঘটনা দুই দেশের অর্থনীতির উপর বিরুপ প্রভাব ফেলবে বলে উদ্বেগ জানানো হয়েছে বিবৃতিতে
পিবিএ/বাখ