পেঁয়াজ রপ্তানি বন্ধ

“হামারে লিয়ে এ মুশকিল বান গ্যায়া” রসিকতার ছলে প্রধানমন্ত্রী

পিবিএ ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে হোটেল মৌরিয়ায় বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়া প্রসঙ্গে হঠাৎই রসিকতার ছলে হিন্দিতে পেঁয়াজ নিয়ে কথা বলেন।

এসময় তিনি পেঁয়াজ রপ্তানি নিয়ে হিন্দিতে বলেন (আচানাক আপনে পেঁয়াজ রপ্তানি বন্ধ ক্যার দিয়া, হামারে লিয়ে এ মুশকিল বান গ্যায়া। তো আগে সে আগার কিছিবি তারাপ ত্র্যাসি কারনা হ্য তো হামে প্যাহেলেছে বাতা দেনা।) হঠাৎ আপনারা বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়ে, আমাদের মুশকিলে ফেলে দিয়েছেন। আগামীতে যদি এমন কিছু করেন, তা হলে আমাদের আগে জানিয়ে দেবেন।

রসিকতা হলেও আগাম বার্তা ছাড়াই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশের মানুষের সমস্যা যে কিছুটা হচ্ছে তা জানাতে ভোলেন নি। জানান, নিজের রাধুনীকে বলে দিয়েছেন পেঁয়াজ ছাড়া রান্না করতে।

দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রসিকতায় করতালির মাধ্যমে সাড়া দেন। পুরো বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক লাভবান হতে দুই দেশের ব্যবসায়ীদের এক সাথে কাজ করতে হবে। ভারতের ব্যবসায়ীদের আহ্বান জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...