হারাম খেলে ছেলে মেয়েদের মানুষ করা যায়না: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

সালাহ উদ্দিন আহমেদ, পিবিএ দিনাজপুর: ইসলাম ধর্মের প্রসঙ্গ টেনে হারাম খাওয়া ছেড়ে হালাল রুজি রোজগার করার জন্য শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। হারাম খেলে ছেলে মেয়েদের মানুষ করা যায়না উল্লেখ করে হালাল রোজগারে সন্তানদের দেশ পরিচালনায় উচ্চ পদে আসিনে যোগ্য করে তোলার আহবান জানিয়েছেন তিনি। হারাম হালালের কুফল সুফল সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তির টাকা বিতরন কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওই আহবান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। প্রশিক্ষনে দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁ পঞ্চগড় এবং নীলফামারী জেলার জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারি শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জিয়া এবং এরশাদ সরকারের সময়ের কথা উল্লেখ করে আরো বলেন উপবৃত্তি এবং বিভিন্ন ধরনের ভাতা সরকার দেয়না। সব দেয় শেখ হাসিনার সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব নেছার আহমদ এবং ড. এ এফ এম মঞ্জুর কাদিরসহ অন্যান্যরা।

উপ বৃত্তির টাকা বিতরণে জালিয়াতি প্রতারনা প্রতিরোধ এবং সঠিকভাবে বিতরনসহ প্রাপকের কাছে প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে সর্তকতা অবলম্বনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

পিবিএ/এসইউএ/জেডআই

আরও পড়ুন...