হারিয়ে যাওয়ার পথে দেশের বৃহত্তম স্লুইজগেট

পিবিএ,পটুয়াখালী: দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম এবং ৬০ বছরের পুরানো ঐতিহ্যবাহী ১৫ কপাট বিশিষ্ট স্লুইজটি সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে। ফলে হুমকির মুখে রাঙ্গাবালী ও গলাচিপা দুই উপজেলার কয়েক লাখ মানুষ। যেখানে এক সময় এলাকা থাকতো পর্যটকদের পদচারণায় মুখরিত । আজ তা রক্ষণাবেক্ষনের অভাবে শ্রীহীন অবস্থায় স্লুইজটির এক ৩য় অংশ অকেজো হয়ে হেলে পরে আছে। তাই দ্রুত দেশের ঐতিহ্যবাহী স্লুইজটি রক্ষা করার দাবী স্থানীয়দের।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার অন্তর্গত গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া-পানপট্টি খালের বাঁধের উপর দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ৬০ বছর পূর্বে নির্মিত বোয়ালিয়া ১৫ কপাট স্লুইজগেট। যা আগুনমুখা নদীর সাথে সরাসরি সস্পৃক্ত। স্লুইজগেটটি পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধের উপর অবস্থিত। যার মাধ্যমে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি ও রতনদী-তালতলী ইউনিয়নে বর্ষা মৌসুমের পানি নিষ্কাসন হয়ে থাকে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জীবনের ঝূকি নিয়ে চলাচল করছে দুই উপজেলার কয়েক লক্ষ মানুষ।

স্থানীয়রা জানান সিডর, আইলা ও আমপানের মত নানা দূর্যোগের কারনে পাশের রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে স্লুইসগেটটির কপাটগুলো ভেঙ্গে হেলে পড়েছে। যার ফলে স্লুইসগেট’টি এখন সম্পূর্ন হুমকির মুখে, যে কোন মূহুর্তে ধসে পড়তে পারে। আর স্লুইজটি ধসে পরলে এলাকার কয়েক লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পরবে। তা ছাড়া এখনই সংস্কার করা না হলে অকালে হারিয়ে যাবে ঐতিয্যবাহী পর্যটক সমৃদ্ধ স্লুইজগেটটি। এবং সেই সাথে হারিয়ে যেতে পারে ৩ টি ইউনিয়নের হাজার একর ফসলি জমিসহ বসতি ঘরবাড়ি। তাই দ্রুতই সংস্কার করার দাবী এলাকাবাসীর।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, স্লুইজ গেটটি ঝুকিপূর্ণ খবর শুনে পরিদর্শনে গিয়েছিলাম। উক্ত স্লুইজগেটটি সংস্কার করার জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয় পাঠিয়েছি। আশা করছি প্রস্তাবনাটি পাস হয়ে আসলে সংস্কারের কাজ শুরু করতে পারবো।

পিবিএ/সুনান বিন মাহাবুব/এসডি

আরও পড়ুন...