পিবিএ,চুয়াডাঙ্গা: কালের পরিক্রমে আর আধুনিকতার ছোয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলো আজকের বৃদ্ধরা সেসব খেলাধুলা না দেখতে পেয়ে তাঁরাও এখন ভুলে গেছেন বহু খেলার নাম। আধুনিক সভ্যতার ছোয়াও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিযে যেতে বসেছে এসব খেলাধুলা। বর্তমানে গ্রামীন খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুজে পাওয়া কঠিন। খোদ অজপাড়া গায়েও সবচেয়ে বেশি প্রচলিত খেলা ছিলো দড়ি টানাটানি, কাবাড়ি,বৌচিক ও কানামাছিসহ অসংখ্যা খেলাধুলা ।
তেমনি আজ ব্যাতিক্রম খেলার আয়োজন করেন, চুয়াডাঙ্গা দামুড়হুদার দক্ষিন হোগলডাঙ্গা যুব সংঘ ক্লাব। দামুড়হুদার হোগলডাঙ্গা মাধ্যামিক বিদ্যালয়ের সামনে এ খেলা অনুষ্ঠিত হয় ।
বৃস্পতিবার (২১ ফ্রেব্রয়ারী ) বিকালের দিকে আসলাম আলীর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদার নতিপোতা ইউপি চেয়ারম্যান মো: আজিজুল হক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আ.লীগ নেতা রবিউল ইসলাম, ইউপি সদস্য সেলিমউদ্দীন, মাও হারুন অর রশিদ ও হোগলডাঙ্গা ক্যাম্প ইনর্চাজ এস আই সাহাদৎ হোসেনসহ প্রমুখ ।
১২ দলের অংশগ্রহনে দড়ি (রশি টানাটানি) খেলাটি অনুষ্ঠিত হয় । এ খেলায় প্রথম পুরষ্কার ছিলো ৮ হাজার টাকার মূল্যের একটি ছাগল ও দ্বিতীয় পুরষ্কার ৬ হাজার টাকার মূল্যের একটি ভেড়া । এ খেলায় প্রথম হয় দামুড়হুদার গুছি পাড়া ও দ্বিতীয় রানাআপ দল দামুড়হুদার খলসিগাড়ীর টিম ।
পিবিএ/টিটি/হক