হারের ম্যাচে যাদের দোষ দিলেন রিয়াদ

পিবিএ,খেলাধুলা: আয়ারল্যান্ড জাতীয় দলও না। আয়ারল্যান্ড এ দল অর্থাৎ আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে অসহায় এক হার উপহার দিলো বাংলাদেশ দল। যা কিনা বাংলাদেশ দলের জন্য এক অশনী বার্তাও বটে। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩০৭ রানে নিজেদের ইনিংস শেষ করে উলভস।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ দল। যার কারণে এই ম্যাচে বাংলাদেশ দলকে হারতে হলো ৮৮ রানে। যেখানে আজ উইন্ডিজ সিরিজে ১ম ম্যাচে পেল ১৯৬ রানের বিশাল জয়। তাও আবার আয়ারল্যান্ড জাতীয় দলের বিপক্ষে।

আর এই ম্যাচ হেরেই রিয়াদ দুষলেন দলের ব্যাটসম্যানদের। এই ব্যাপারে রিয়াদ বলেন, আসলে কি এমন ব্যাটিং উইকেটে আমাদের আরো ভালো করার উচিত ছিলো। আমি নিজে মনে করি আরো ভালো করতে পারতাম আমরা। তবে নেক্সট ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।

পিবিএ/এমএস

আরও পড়ুন...