পিবিএ স্কে: আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটির আগে টাইগারদের সমীহ করছেন প্রোটিয়া দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
লন্ডনের কেনিংটন ওভালে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফী বাহিনী।
বিশ্বকাপের নিজেদের শুরুটা খুবই বাজে হয়েছে দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হারে তারা। তাই বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ফাফ দু প্লেসির দলের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে গড়া বাংলাদেশ দলকে সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করেন বাংলাদেশ অনেক ভালো দল।
প্রথম ম্যাচে হারের স্মৃতি ভুলেই বাংলাদেশের মুখোমুখি হতে চাই প্রোটিয়া দল। এ ব্যাপারে ডি কক বলেন, “আমাদের এখন উন্নতি করা উচিত। বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো করতে চাই। আমরা জানি তারা কতটা ভালো খেলে। তারাও ভালো দল। ইতিবাচক ধারণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
“মাত্র শুরু হলো। আমরা এমনভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইনি। এখন দেখার বিষয় আমরা কিভাবে শেষ করি। সেই লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি।”
পিবিএ/হক